Advertisement

Responsive Advertisement

ব্লগিং কিভাবে শুরু করব

 

ব্লগিং বিষয়টা আমি দুই ভাবে ভাগ করি।

  • পেশাদার ব্লগার
  • সৌখিন ব্লগার

আপনি কোন ধরনের ব্লগার হবেন সেই বিষয়টা সম্পূর্ণ ভাবে আপনার উপর নির্ভর করবে। পেশাদার ব্লগার হওয়ার জন্য নিজের অভিজ্ঞতা থাকার সাথে সাথে ইনভেস্টমেন্টের একটি বিষয় থাকে।

কারন আপনি পেশাদার ব্লগিং করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই আয় করার কথা ভাবেছেন।

 

বিষয় নির্বাচন করুনঃ আপনি কোন বিষয় নিয়ে ব্লগিং করতে চান তা নির্বাচন করুন। ভালো হয় আপনি যে বিষয় ভালো জানেন তা নির্বাচন করলে। যদি একটি উদাহরন দেওয়া যায় তাহলে বিষয় নির্বাচন করা টা আপনার জন্য ভালো হবে।

ধরলাম আপনি একজন ভালো গায়ক সে ক্ষেত্রে আপনার লেখার বা ব্লগিং করার বিষয় হতে পারে মিউজিক। অথবা আপনি একজন ভালো মানের অনলাইন মার্কেটার সুতরাং আপানর বিষয় হওয়া উচিত মার্কেটিং। আশা করি বিষয় নির্বাচন কি ভাবে করবেন তা বুঝতে পেরেছনে।

ব্লগের বিষয়ের উপর ব্লগের আয় নির্ভর করে। ব্লগের বিষয় যত বেশি জনপ্রিয় হবে তত বেশি আয় হবে।

বিষয় নির্বাচন করার পর যা করা দরকারঃ

আপনার বিষয় বাছাই করা শেষ হলে ব্লগের জন্য ডোমেইন এবং হোস্টিং ক্রয় করতে হবে।

ডোমেইন এবং হোস্টিং ক্রয় করার পর আপনার ব্লগ সাইট কাস্টমাইজ করার জন্য যে কোন ফ্রিল্যান্সারকে হায়ার করতে হবে। আপনার ব্লগ সাইট তৈরি করার জন্য।

সে ক্ষেত্রে আপনি চাইলে অন্য কারো সহযোগিতা না নিয়ে নিজেই করতে পারবেন। এর জন্য ইউটিউব ভিডিও আছে আপনাকে সহযোগিতা করার জন্য।

আপনি ইউটিউব ভিডিও দেখে ব্লগ তৈরি করতে পারবেন।

What is Freelancing Work and Demand work

এসইও বিষয় বেসিক ধারনাঃ

আপনি যখন একটি ব্লগ লিখবেন তখন আপনাকে জানতে হবে কি ভাবে ব্লগটা লেখা যায়। শুধু ব্লগ লিখতে জানলেই হয় না সাথে সাথে জানতে হয় কী ভাবে এসইও ফ্রেন্ডলি ব্লগ লেখা যায়।

এসইও ফ্রেন্ডলি ব্লগ পোষ্ট করতে না পারলে ব্লগ ্যাঙ্ক করাটা সমস্যা হয়। সুতরাং ব্লগিং শুরু করার আগে একটি এসইও কোস ক্রয় করতে পারেন।

এসইও কোর্স ক্রয় করার জন্য Udemy ভালো একটি প্লাটফর্ম।

আশা করছি উপরের দেওয়া পরামর্শ গুলো একটু হলেও আপনাকে সহযোগিতা করবে। যদি সহযোগিতা করে তবে অবশ্যই এই আপ ভোট দিয়ে লেখার জন্য আমাকে উৎসাহিত করবেন।

Google

ধন্যবাদ

হ্যাপি ব্লগিং

চোদাচুদি