Advertisement

Responsive Advertisement

Shutdown Running in Bangladesh


Shutdown Bangladesh


আজ থেকে বাংলাদেশের ৬৪ জেলায় Shutdown চালু হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারনে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। 

আগামী ঘোষনা না দেওয়া পর্যন্ত এই Shutdown ৭ জুলাই পর্যন্ত চলবে। 

Shutdown সঠিক ভাবে পালন করার জন্য মাটে আছে পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা। 

বাড়ির বাইরে বের হলেই পুলিশ বা অন্য কোন প্রশাসনিক সদস্যের জেরার মুখে পড়তে হবে। সঠিক ভাবে আপনার রাড়ির বাইরে বের হওয়ার কারন বলতে না পারলে জরিমনা সহ জেল হতে পারে। 

এবং মাক্স পড়া বাধ্যততা মূলক করা হয়েছে। রাস্তায় মাস্ক ব্যতিত বের হলে ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমনা হতে পারে।