Advertisement

Responsive Advertisement

How logical it is to teach a child as an adult

 যখন আপনি এই বিষয়টা পড়ছেন তখন হয়তো আমি আপনার সামনে নেই। কিন্তু আমি  এই লেখাটি লিখছি নিজের বিবেক বোধ থেকে। 

আসলে কি প্রাপ্তবয়স্ক শিক্ষা দেওয়াটা দরকার আছে?

আপনার কি মনে হয়? দরকার কী! চলুন এই বিষয়টা নিয়ে দুইটি দিক বিবেচনা করা যাক। প্রথম যদি প্রাপ্তবয়স্ক শিক্ষা দেওয়া না হয় তাহলে কি সমস্যা সৃষ্টি হতে পারে। সাথে সাথে আরও একটি বিষয় মাথায় আসে তাহল আগের মানুষের প্রাপ্তবয়স্ক শিক্ষার দরকার হয়নি কেন। 

এই বিষয়টা মাথায় রেখে আলোচনা শুরু করা যাক যে আগের মানুষের কেন প্রাপ্তবয়স্ক শিক্ষার দরকার হয়নি। তারা বিয়ে করেছে, সন্তান জন্মদান করেছে তখন তো এই সকল বিষয়ের দরকার হয়নি। এখন কেন?

আমার কিছু বাজে যুক্তি আছে। মানে আপনার কাছে বাজে মনে হতে পারে। আগে ফেসবুক আপনার বা আমার কারো দরকার ছিল না এবং এখনো দরকার নেই। তারপরেও মানুষ কেন ফেসবুক ব্যবহার করছে পৃথিবীর প্রায় ২.৮০ বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করছে। 

বাকি মানুষ ফেসবুক ব্যবহার করছে না। তার মনে তাদের ফেসবুকের দরকার নেই তা কিন্তু নয়। আপনি Facebook user graphic টি দেখতে পারেন। 

তাদের ফেসবুক দরকার আছে কিন্তু সুযোগ নেই। একই বিষয় প্রাপ্তবয়স্ক শিক্ষা নেওয়ার ক্ষেত্রে। আগে সুযোগ ছিল না, এখন সুযোগ আছে সাথে দরকার সুতরাং কেন আপনি প্রাপ্তবয়স্ক শিক্ষা আপনি আপনার সন্তানকে দিবেন না। 

চারদিকে খেয়াল করলে দেখবেন আগের থেকে এখন মানুষের ব্যবহার এবং অপরাধের ধরন পরির্বতন হচ্ছে। 

এবং প্রতিদিন নতুন নতুন অপরাধ হচ্ছে সেই অনুযায়ি প্রসাশন নতুন নতুন কৌশল অবলম্বন করছে। সুতরাং সময় অনুযায়ি প্রাপ্তবয়স্ক শিক্ষা দেওয়াটা যৌক্তিক। 

শুধু প্রাপ্তবয়স্ক শিক্ষা নেওয়ার সাথে সাথে Golden Escort Service নেওয়াটা আপনি কতটা গুরুত্ব দিবেন তা আপনার উপর নির্ভর করবে। 

নোট: আমার সাথে আপনার মতামত নাও মিলতে পারে। এবং আমি আপনার মতামত কে শ্রদ্ধ করি।

ধন্যবাদ

More About Escort Service Agency in Bangladesh. Visit Our Website Escort Service